প্রথম জাতীয় বায়োটেক কুইজে জয়ী ঢাবি

৮ আগষ্ট, ২০২১ ০২:০১  
প্রথম জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতায় সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের ১৭২টি দল। প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে আবেদন করে দেড় শতাধিক দল। তিন শতাধিক অংশগ্রহণকারী ছয়টি অঞ্চলে অংশ নেয় আঞ্চলিক পর্বে। প্রতিটি পর্ব ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হয়েছে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টসের ফেসবুক পেজ ও কমিউনিটি পার্টনারদের পেজ থেকে। কুইজের প্রশ্নে প্রাধান্য পেয়েছে জীবপ্রযুক্তির বিভিন্ন বিষয়,কৃষি, চিকিৎসাবিজ্ঞান, ফার্মেসি, উদ্ভিদবিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, অণুজীববিজ্ঞান, জেনেটিকস, বিজ্ঞানীদের জীবনী, বাংলাদেশে জীবপ্রযুক্তির বিস্তার এবং বায়োইনফরমেটিকস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের ফেলো ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এনভায়রনমেন্ট ও লাইফ সায়েন্স স্কুলের ডিন অধ্যাপক শাহ মোহাম্মদ ফারুক।